“নদীর নাম মস্কো নদীর নাম জর্দান” বইয়ের ভূমিকার লেখা:
অচেনা ভুবনে শব্দ নৈঃশব্দের খেলা। পথে পথে স্বপ্নকায়া আর বরণডালা। গগনতলে রঙের কোলাহল। কিছু ভালাে লাগা কিছু ভালাে না লাগার অবিমিশ্র অনুভূতি। একটু দেখা আম্মান – মস্কো – দুবাই তাই কাগজ ও কলমের মিলনে বড় কাছের হয়ে যায়। কত মুখ কত রঙ কত দৃশ্যপট সব যেন মিশে যেতে চায় এক বিন্দুতে। তবু আপন মনের রাঙানাে ক্যানভাসে সকলের ছবি উঠে আসে না একই মাত্রায়। থেকে যায় কিছু ভ্রান্তি, তার চেয়ে বড় অপ্রাপ্তি। কারণ লেখার চেয়ে বলা সহজ, বলার চেয়ে শােনা সহজ, শােনার চেয়ে উপভােগ সহজ।
দেশ থেকে দূরে গরমের দেশে বা শীতের দেশে যেখানেই হােক না কেন, চোখ কান অনুভূতি উপভােগের জন্য তৈরি থাকে, কলম তখন কেবল স্বপ্নই দেখে। স্মৃতি হাতড়িয়ে তবু কোন এক অবসরে কালির আঁচড়ে ফিরে দেখা স্বপ্নগুলাে কথা বলতে চায়। এই চাওয়া না চাওয়ার ছন্দদোলায় কিছু সুরের টানে কিছু হৃদয়ের উষ্ণতায় ছােট্ট উপস্থাপনা নদীর নাম মস্কো নদীর নাম জর্দান।