যখন ওমরাহ শেষ হলাে তখন রাত প্রায় শেষ। রাত্রির নিঃসঙ্গতা ও ক্লান্তিজনিত অলসতা একদম নেই। মধুর স্বপ্নের মতাে স্নিগ্ধ এই রাত পবিত্র কাবা শরীফের চতুরে। শেষ প্রহর পেরিয়ে তাকিয়ে আছি পবিত্র ঘরের দিকে, যত দেখা যায় তত যেন হৃদয়ের তৃষ্ণা বেড়ে যায়। নৈঃশব্দের কোনাে বর্ণমালা যদি থাকতাে, তাহলে আজ রচিত হতে পারতাে সেরা কাব্য। সীমার সাথে অসীমের দ্বন্দ্ব চলেছে চিরকাল, আজ সীমা’র সীমানা পেরিয়ে মনে হলাে পৌঁছে গেছি। অসীমের মাঝে এই আরাফা’য়।