মানবজাতির প্রতি প্রকৃতির একটি অমূল্য উপহার এই রত্ন-পাথর। রত্ন-পাথর সরা বিশ্বেই সমাদৃত। রত্নের প্রতি কম-বেশি সবারই আর্কষণ আছ। জীবনকে বর্ণিল শোভায় সাজাতে দ্যুতিময় রত্ন-রাজির ব্যবহার দখো যায়। দৈনন্দনি জীবনরে জাটলিতা, হাতাশা কাটাতে আশ্রয় ননে। অনেকে প্রয়িজনরে মন জয় করতে মূল্যবান রত্ন উপহার দনে। রত্ন-পাথর মূল্যবান সামগ্রীই শুধু নয়, জীবন্ত ইতহিাসও। অনকেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কিংবদন্তি ও লোমর্হষক কাহিনী। হীরা মানকি পান্নাতে লেখক সইে সব কথার পাশাপাশি বচিত্রি সব রত্ন-পাথররে পরচিয় তুলে এনছেনে।