ফোটা ফোটা বৃষ্টির মতোই ছোট ছোট শব্দে ছন্দের তালে শিশুদের জন্য ছড়া লিখেন হাসান শরীফ। ছড়ার ছলে গল্প শুনান তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেছেন একটি ছড়ায়। তাই সব সময়ই শিশুদের তার ছড়ার প্রতি আলাদা একটা আগ্রহ লক্ষ্য করা যায়। এই বইয়ের ছড়াগুলোর সাথে মিলিয়ে মজার মজার সব ছবি এঁকেছেন সোহাগ পারভেজ।