“টিটানিয়াম” বইয়ের সংক্ষিপ্ত কথা:
নিয়ন মাঝে মাঝেই শুনতে পায় কারা যেন বলছে, তুমি একা নও আমরাও আছি তােমার সাথে। পৃথিবীর সব আর্কাইভ খুঁজে খুঁজে নিয়ন যাবতীয় রহস্য উন্মােচন করলেও নিউরনে জমে থাকা এই কথার রহস্য উদ্ঘাটন করতে। পারে না। নিয়ন খুব অসহায় তার মা। রুহিতা তাকে মেরে ফেলে আরেকটি সন্তানের জন্য আবেদন করতে চায় । ‘রােবট গ্রাসা নিয়নের পাশে এসে দাঁড়ায়। নিয়ন লক্ষ করছে তার শরীরের নিচের অংশে পচন ধরেছে। পৃথিবীতে এই রােগের চিকিৎসা নেই। টিটানিয়াম হল তার জীয়নকাঠি। কে এনে দেবে টিটানিয়াম বৃহস্পতি গ্রহ থেকে?