“ইরানিশি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
পৃথিবীর মানুষের আমন্ত্রণ পেয়ে তারাজু গ্রহ থেকে পৃথিবীতে পা রাখে উর্বা। তার সাথে পরিচয় হয় আরিয়ান নামের এক ছন্নছাড়া যুবকের। দুজন মিলে উপস্থিত হয় বিজ্ঞান একাডেমির সদস্যদের সামনে। উর্বার মস্তিষ্কে এক ধরনের অনুরণন হয়। সে বুঝতে পারে এই সব মানুষগুলাে আরিয়ানের মতাে নয়। উর্বা কোনাে কিছু করার আগেই বন্দি হয়। আরিয়ান ভেবেছিলাে সে কিছু করবে না। কারণ তার বিয়ে ঠিক হয়ে আছে ঈশানার সাথে। কিন্তু ঘটনাবলি তাকে বিদ্রোহের দিকে নিয়ে যায়। কঠিন এক খেলায় মেতে ওঠে আরিয়ান। যে খেলার নাম ইরানিশি।