ফ্ল্যাপে লিখা কথা
আমার নাম টুনি। আমার বয়স কত জানো? জানো না তাই না? আমার যে কত বয়স তা আমিও জানিনা। এ বছর নভেম্বর মাসে আমার একটা দাঁত পড়েছে আমার আব্বু আমাকে কী বলে জানো? আব্বু আমাকে বলে-বুড়ি। আব্বু যখন আমাকে বুড়ি বলে তাখন আমার খুব হাসি পায়। কারো যদি অনেক বয়স না হয় তাহলে কেউ তাকে বুড়ি বলে নাকি?
আজ আমি একটা গল্ট বলব। খুব সুন্দর গল্প। আকাশ চাঁদের বুড়িটা আছে না।? তার সাথে আমার একদিন দেখা হয়েছিল! আমার একটা বন্ধু আছে। তার নাম ইরিনা। ইরিনা পরির মেয়ে। পরিরাজ্যে তার বাস। ইরিনার সাথে দেখা হওয়ার গল্পটাও আমি বলতে চাই।
শুনবে গল্পটা?
তাহলে শোনো…………….