ফ্ল্যাপে লিখা কথা
ছড়ার ছন্দ্র আনন্দ সম্ভবত সব মানুষকেই আলোড়িত করে। আর ভালো ও মন্দ মেশানো মানুষের যে জীবন যেখানে স্বাভাবিক কারণেই ছন্দের অপর পিঠেই দ্বন্দ্ব। নতুন দিনের ছড়া এই দোলাচলকে কেবল ধারণই করে না, এর থেকে উত্তরণের দিক নির্দেশনাও দেয়। তাইতো এমন ধার আজকের ছড়ার। শিশুরা এবং শিশুর মতো স্বচ্ছ মনের বড়রাও ছড়া কেটে হয় আমোদিত। তেমনি ছড়াও এখন কাটার শক্তি নিয়ে পল্লবিত। তাই এই ধরায় মাঝে, খরার মাঝে, আধ মরার মাঝে বা জরার মাঝে প্রাণস্পন্দন ছড়িয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে ছড়া। মানুষে মানুষে ভেদাভেদ দূর করে স্বপ্ন সাধের সেই সমাজ গড়ার হিরন্ময় হাতিয়ার হোক ছড়া।