ফ্ল্যাপে লিখা কথা
কবিতা বলতে আমি তা-ই বুঝি যা আমার হৃদয়রাজ্যকে প্রবল ঝাঁকুনি দেয়। যা কি না ‘সকলেই নয়’ ‘কেউ কেউ’ পারেন। আর সেই কবিতা কখনোই বলে কয়ে তৈরি করার বিষয় নয়, যখন আসবার এসে যায়। অনেকটা ‘নাযিল’ হবার মতো বিষয়। যেন অদেখা এক মহাশক্তি লিখিয়ে নেয়- কবিতা। আর আক্ষরিক অর্থেই সৃজনশীল পংক্তিমালা ব্যাখ্যাতীত। আনন্দের ঢেউ তোলে কাব্যপ্রেমীর অন্তরে।
আমি মনে করি, শুদ্ধতম এবং সূক্ষ্ণতম শিল্পকর্ম হচ্ছে কবিতা- যা সৌন্দর্য্য পূজারী যে কারো পরম আশ্রয়। চেতনে কিংবা অবচেতনে অদৃশ্য আবেগ আগুনে পুড়তে ভালোবাসেন যারা, তাদের জন্য আমার সাজানো শব্দের এই ডালি ।