ফ্ল্যাপে লিখা কথা
ছোটদের মনে একটা মহাবিশ্ব থাকে। স্বপ্নকলার রঙে আর রসে তা টসটস করে। চিরচেনা চারপাশের জটিলতা থেকে ওরা মুক্ত হতে চায় বলেই ওদের সৃষ্টিশীলতা এমন তুমুল হয়ে ওঠে। কিন্তু বাস্তবকে এড়ানো কেতা সম্ভব নয়। তাই ওদের স্বপ্ন-কল্পনায় চারপাশের মিহি ধুলোকণা জড়িয়ে যায়। এই মিহি ধুলো-জড়ানো বাস্তব আর স্ব্প্নকল্পনার জগতটিকে নিপুন ভাবে তুলে ধরতে পারেন কথাসাহিত্যিক আনিস রহমান। বড়দের জন্যে তো দীর্ঘদিন অনেক গল্প লিখেছেন, কিন্তু অন্তরের টানে ছোটদের জন্যেও লিখেছেন বেশকিছুর গল্প, যা আনন্দের এক পশরা নিয়ে হাজির হয় পাঠকরে কাছে। এ গল্পের লক্ষ ছোটরাই, মূলত কিশোর পাঠক বা পাঠিকা, কিন্তু বড়রাও যে পড়ে বেশ মজা পাবেন , তা নিশ্চিত করেই বলা যায়।