ফ্ল্যাপে লিখা কথা
সাহিত্য সমালোচক হিসেবে স্বাতন্ত্র্যমন্ডিত ব্যক্তিত্ব মাহবুব সাদিক। সৃষ্টিশীল কবি বলে কবিতার প্রতীকসমৃদ্ধ অন্তর্লোক তাঁর মনন-চেতনায় প্রমূর্ত হয়ে ওঠে সহজেই। তাঁর কল্পনাপ্রতিভার তীক্ষ্ণ আলো যে কোনো কবির সুগভীর ইন্দ্রিয়-সংবেদনা ও আবেগের বিমূর্ত প্রদেশকে আলোকিত করে। একই সঙ্গে তিনি মেধা ও মননের সহযোগ-সমন্বয়ে কবিতার বিশ্লেষণকে নান্দনিক করে তোলেন। বর্তমান গ্রন্থে রবীন্দ্রোত্তর কাব্যধারার শ্রেষ্ঠ প্রতিভা জীবনানন্দ দাশের কবিতার রূপরীতি ও নান্দনিক অভিপ্রায় তাঁর পর্যবেক্ষণ ও বিশ্লেষণে অন্তরুঙ্গরূপেই ধরা দিয়েছে। জীবনানন্দ দাশের কবিতায় আবেগের অনুষঙ্গেই বক্তব্যের অন্বয় রচিত হয়-যুক্তির শৃঙ্খলা সেখানে প্রায় অনুপস্থিত। এই কবির পরোক্ষ শিল্পভূবন লেখকের কল্পনাপ্রতিভার স্পর্শে উন্মোচিত হয়েছে।