সভ্যতার আদি থেকে দীর্ঘ পথ পেরিয়ে মানবজাতি এসে পৌঁছেছে আজকের অবস্থানে । এ-ক্ষেত্রে যেমন আছে পৃথিবীর গড়ে-ওঠার দীর্ঘ ইতিহাস, তেমনি আছে মানবজাতির বিকাশের দীর্ঘ পথ পাড়ি দেয়া । এই চলবার পথের সামান্য হদিশ দেয়ার চেষ্টা করেছেন লেখক, ছোটদের জন্য তাদের ভাষায় তাদের চেতনার সাথে মিল রেখে । প্রত্যেক শিশু- কিশোর মানবসত্তার প্রতিনিধি, মানবজাতির অংশ, আর তাই জীবনের অনেক বড় সত্য, অনেক জ্বলজ্বলে মণিমুক্তো, তাদের সামনে মেলে ধরেছেন লেখক । পৃথিবীতে আছে কত বর্ণ কত জাতির মানুষ, হাজারো অমিল সত্ত্বেও তাদের মধ্যে আছে বড়রকম মিল । আবার মিলেমিশে শান্তিতে জীবন গড়বার পথেও রয়েছে কত অন্তরায়, কত বিভেদ ও হানাহানি । এসব পেরিয়ে কীভাবে গড়ে তোলা যায়। সুন্দর জীবন, সেই কথাগুলো অনুরণিত রয়েছে বর্তমান গ্রন্থের পাতায় পাতায় । সেই অনুরণন যদি ঠিকভাবে সাড়া জাগাতে পারে কিশোর-কিশোরীদের মনে, তবে তারা নিজে থেকেই জানবে চলার পথের ঠিকানা । পথচলার উপযুক্ত পাথেয় তাদের হাতে তুলে দেয়ার বিপুল প্রত্যাশা নিয়ে রচিত হয়েছে এই ছোট অথচ ব্যতিক্রমী বই ৷