“বিদআত হতে সাবধান”বইটির প্রথমের কিছু অংশ:
১. মীলাদুন্নবী (ছাঃ)-এর অনুষ্ঠান।
অতঃপর আমার নিকট রাসূলুল্লাহ (ছাঃ)-এর জন্ম উপলক্ষে মীলাদ অনুষ্ঠান করা, তাতে কিয়াম করা, রাসূলকে সালাম দেওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক যে সকল ব্যাপার সাধারণতঃ মীলাদ মাহফিলে করা হয়ে থাকে সে সম্পর্কে বহুবার প্রশ্ন এসেছে। এর জওয়াবে কেবল এতটুকুই বলা যেতে পারে যে, রাসূলুল্লাহ (ছাঃ) এবং অন্য কারু জন্ম উপলক্ষে কোনরূপ অনুষ্ঠান করা শরী’আতে জায়েয নয়। কেননা তা হ’ল শরী’আতের মধ্যে নবােদ্ভুত বিষয় সমূহের অন্যতম। রাসূলুল্লাহ (ছাঃ) নিজে তা করেননি, তার খুলাফায়ে রাশেদীনও করেননি এবং রাসূলের অন্যান্য ছাহাবী ও তাবেঈগণও তা কখনােই করেননি। অথচ তারাই ছিলেন সুন্নাতে নববী সম্পর্কে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশী ওয়াকিফহাল, রাসূলের মহব্বতে সর্বাগ্রগণ্য এবং তাঁর সুন্নাত ও শরী’আতের একনিষ্ঠ অনুসারী। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,যে ব্যক্তি আমাদের শরী’আতে এমন কিছু নতুন সৃষ্টি করল, যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। অন্য হাদীছে বলা হয়েছে,
عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، تمسكوا بها وعضوا عليها بالواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة – رواه أحمد وأبو داود والترمذي وابن ماجه –