“আরবী ক্বায়েদা-১ম ভাগ” বইয়ের ভূমিকাঃ
দেরীতে হলেও ‘আরবী কায়েদা’ নতুন সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আরবী পৃথিবীর সকল ভাষা গােষ্ঠীর মা। আরবী আমাদের আদি পিতা-মাতা আদম ও হাওয়ার ভাষা। আরবী জান্নাতের ভাষা, পবিত্র কুরআন ও হাদীছের ভাষা। আরবী আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ ছল্লাল্লহু আলাইহে ওয়া সাল্লাম-এর মাতৃভাষা। আরবী না জানলে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাই আরবী ভাষা শেখার আগে তার হরফ ও হরকত সমূহের উচ্চারণ ও ব্যবহারের কায়েদা বা পদ্ধতি সমূহ জানা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য। নইলে ভুল উচ্চারণে ভুল অর্থ হয় এবং তাতে কঠিন গুনাহের আশংকা থাকে। সে কারণ ‘হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ বিষয়টির প্রতি গভীরভাবে দৃষ্টি নিবদ্ধ করে। আশা করি বাজারে প্রচলিত কৃায়েদা সমূহের সাথে অত্র কায়েদার অনন্য বৈশিষ্ট্য সমূহ সুধী পাঠকবৃন্দ সহজেই বুঝতে পারবেন।
নতুন সংস্করণে বইটি ১ম ও ২য় শ্রেণীর জন্য দু’ভাগে ভাগ করা হয়েছে। এছাড়াও এই সঙ্গে ‘তাজবীদ শিক্ষা’ নামে পৃথক আরেকটি বই প্রকাশিত হ’ল । অত্র বই সমূহে কোন ছবি ব্যবহার করা হয়নি। কেননা শিশু মনে কেবল আরবী বর্ণমালা রেখাপাত করুক, এটাই আমাদের কাম্য।
অত্র আরবী কায়েদা’ ‘হাদীছ ফাউণ্ডেশন শিক্ষা বাের্ড’-এর অধীন মক্তব ও মাদরাসা সমূহের পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত। নিরক্ষরতা দূরীকরণ প্রচেষ্টার সাথে সাথে আমরা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক বিশুদ্ধ আক্বীদা ও ইসলামী শিক্ষার আলাে ঘরে ঘরে পৌছে দিতে চাই। আল্লাহ আমাদের সহায় হৌন- আমীন!