শিশুর সরল মন কল্পনা করতে ভালবাসে । যুক্তির চেয়ে ভাললাগাই তার কাছে বেশি। আনন্দের । দেশে দেশে শিশুর মনােতােষের জন্য নানা কল্পকাহিনীর জন্ম হয়েছে। হচ্ছে। বর্তমানের হ্যারি পটার শিশুদের গভীর আকর্ষণ করলেও প্রাচীন রূপকথার আবেদন তাদের কাছে ফুরিয়ে যায়নি। শিশুদের আনন্দ ও কল্পনার জগতে পৌছে দিতে উত্তর রাশিয়ার বিভিন্ন আদিবাসী জনগােষ্ঠীর মধ্যে প্রচলিত কিছু রূপকথা বা উপকথা সহজ পাঠরূপে উপস্থিত করা হয়েছে এই বইয়ে। এসব কাহিনীর চরিত্র কল্পনাশ্রয়ী। এগুলি | শিশুদের ভাবনার জগতে নতুন খােরাক যােগাবে। আমরা চাই সকল শিশুর শৈশব কল্পনার রঙে রঙিন ও আনন্দময় হবে।