বইটির লেখকের কথাঃ
খনা একটি মঞ্চ নাটক। খনা মঞ্চে আসে ১৩ ফেব্রুয়ারি ২০০৮, মােহাম্মদ আলী হায়দারের নির্দেশনায়। নাটকটি ব্যাপক প্রশংসা কুড়ায় যদিও বাংলাদেশের থিয়েটারের নানান বাস্তবতায় বেশি প্রদর্শনীর সংখ্যাপূরণের আগেই উধাও হয় ঢাকার মঞ্চ থেকে। তাই যুক্ত’র আহ্বানে নতুন আলােয় রাঙলাে ‘খনা’- বিচারের ভার এবার পাঠকের হাতে।