“সকল পাঠককে আমার শুভেচ্ছা। শখের বসে ধাঁধা তৈরীর চেষ্টা করতাম। কিন্তু মগজ ধোলাইতে যুক্ত হওয়ার পর থেকে নিজেকে কেন যেন ধাঁধাবিদ বলে মনে হয়। উন্নত বিশ্বের প্রায় প্রতিটি দেশেই বিখ্যাত ধাঁধাবিদরা বিভিন্ন সময়ে তৈরী করেছেন মজার মজার বিভিন্ন প্রকারের ধাঁধা। ধাঁধা মানুষের মস্তিষ্কের সঠিক অনুশীলনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভাল কিছু ধাঁধা তৈরী করার সাহস নিয়েই পথ এগিয়ে যাচ্ছি। এটা আমার একটি মৌলিক পাজলের বই। এর আগে ‘ব্রেইন ওয়াশ’ নামে আমার আরো একটি মৌলিক পাজলের বই বের হয়েছে। এই বইটির অধিকাংশ ধাঁধা দৈনিক “কালের কণ্ঠ”র মগজ ধোলাইতে প্রকাশিত।”