“জটা বাবা ৩” ফ্ল্যাপের লেখা:
* শয়তানের রাণী পানিতে ফু দিতেই ভেসে উঠলাে জটাধারী এক সাধুর ছবি। এই লােকটি তার তন্ত্র মন্ত্র নষ্ট করে দিয়েছে। শয়তানের রাণী দাঁত কটমট করে ঝােলা থেকে একটি বােতল বের করল। ঐ বােতলের মধ্যে রাখা আত্মাকে বের করে বলল, যা আজ থেকে তুই মুক্ত। যাবার আগে এই সাধুর শরীর থেকে মাথা আলাদা করে দিয়ে যা।
জটা বাবা ধ্যানে মগ্ন ছিলেন। দরােজা ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে খুলে যেতেই ধ্যান ভেঙ্গে গেল তার।
তিনি মরা মানুষের গন্ধ পেলেন নাকে। হাতে রাখা হাড্ডিটা উঁচু করে ধরতেই বুঝলেন কঠিন এক সমস্যার মুখােমুখি তিনি।
* আউয়াল গভীর রাতে বাড়ি ফেরে। কোনদিন তার ভয় করে না। কিন্তু আজ করছে। মনে হচ্ছে, কে যেন কবরের ওপর বসে আছে। গা ছম ছম করতে থাকে। হাতের টর্চ লাইট জালিয়ে আলাে ফেলতেই সে চমকে ওঠে।
* নাসিম রায়হান চোখ বন্ধ করে শুয়ে শুয়ে ভাবছিলেন। না তাকিয়েও অনুভবে বুঝলেন তার স্ত্রী দিশা পাশে এসে শুয়েছে। তিনি দিশার হাতটি তুলে নিয়ে নিজের বুকের ওপর রাখতে গিয়ে একটু অবাক হয়ে তাকালেন। আচমকা শিউরে উঠল তার শরীর। কারণ বিছানায় দিশা নেই। ওখানে শুয়ে আছে এক মরা মানুষ।