শামসুর রাহমান তাঁর সুদীর্ঘ কাব্যজীবনে ফলিয়েছেন বহু সোনালি শস্য। তাঁর সৃষ্টির পথ যেমন দীর্ঘ, তেমনি বিচিত্র। তবু আপাত অর্থে রাহমানের কবিতা যেন যথেষ্টই সহজ ও সুখপাঠ্য। বিশ শতকের একজন বরেণ্য ও দীর্ঘ কাব্যজীবন যাপনকারী কবির কবিতা ব্যাখ্যার মাত্রাটা যে একুশ শতকে দাঁড়িয়ে কীরকম হতে পারে এটি বুঝতে হলে বেগম আকতার কামালের সাহায্য আমাদের নিতে হবে। আবার এর ভেতর দিয়েই আধুনিক বাংলা কবিতার একটি চেহারাও আমরা টের পেয়ে যাব, কারণ রাহমান আধুনিক কবিতারই এক সুপরিসর উত্তরাধিকার। শামসুর রাহমানের কবিতা: অভিজ্ঞান ও সংবেদ বইটিতে একজন কবির বৈচিত্র্য আর একজন সমালোচকের পাণ্ডিত্য একাকার হয়ে মিশে আছে।