কবি বা কবিতাপ্রেমিকেরা যতই কবিতাকে রহস্যময় বলুন না-কেন, কবিতা মূলত সহৃদয়-হৃদয়সংবাদী পাঠকচিত্ত-সাপেক্ষ। তবে, জীবনানন্দের কবিতা শুধু সহৃদয়বানকে নয়, বি-হৃদয়বানকেও আপ্লত করে, অধিকার করে তার মনোযোগ, বোধ-মননকে। বেগম আকতার কামালের জীবনানন্দ : কথার গর্বে কবিতা গ্রন্থে একই সঙ্গে সহৃদয় ও বি-হৃদয়বানকে যেমন স্পর্শ করবে তেমনি বোদ্ধা-মননশীল সাহিত্যপাঠককেও আকৃষ্ট করবে। তাঁর বিশ্লেষক-পাঠ কবিতার অবতল, উত্তল-সকল দিককেই প্রেক্ষণবিন্দুরূপে ব্যবহার করেছে। সে-সঙ্গে আছে লেখকের নান্দনিক বোধের সূক্ষ্মতা, বিশ্লেষণক্ষম-প্রজ্ঞা, আছে মননশীল সৃজনশক্তির গভীরতার পরিচয়। বহুপঠিত, পাঠকপ্রিয় এবং বাংলা কবিতার হৃদয়পুরুষ জীবনানন্দ, বাঙালির মনঃস্বরূপের স্বরলিপি রচনা করে গেছেন তাঁর স্বল্পায়ু জীবনে। যত বেশি পাঠ ও বিবেচ্য হবে তাঁর কবিতা ততই গুণান্নিত ও রূপময় হবে বাংলা সাহিত্য-সমালোচনা। জীবনানন্দ : কথার গর্বে কবিতা সেই প্রয়াসের একটি সৎ ও নিবিড় প্রয়াস।