“দামিনী” বইয়ের ফ্ল্যাপের লেখা:
হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষতে থাকা অসহায় মেয়েটির সেই আর্তস্বর সারা ভারতবর্ষের আবালবৃদ্ধবনিতার বুকে বিঁধে আছে। প্রতিবাদ, আন্দোলনের ঢেউ ওঠে আসমুদ্রহিমাচলে। সত্যম রায়চৌধুরীও সেই তীব্র যন্ত্রণার শরিক। যিনি একাধারে গভীর সংবেদনশীল, সাহিত্যসেবী ও সংস্কৃতিমনস্ক মানুষ। দামিনীর জীবন যন্ত্রণা ও লড়াই নিয়ে তার তথ্য ও দুর্লভ ছবিতে সমৃদ্ধ এই গ্রন্থ একাধারে যেমন পৃথিবীর সব মানুষের মনের কথা, তেমনই এর ছত্রে ছত্রে বাত্ময় হয়ে উঠেছে মেয়েটির আর্ত-কথা, উদ্ভাসিত হয়ে উঠেছে দামিনীর জ্যোতি। মানবিকতা মৃত্যুহীন, দানবিকতার বিরুদ্ধে তার সংগ্রাম আবহমানকালের।