“বাউলসাধক রশিদ উদ্দিন ও তাঁর গান” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাউল গান বাঙালির প্রাণের সম্পদ। বাংলাদেশের উর্বর মাটিতে ফুল ও ফসলের মতাে অকাতরে জন্ম নিয়েছেন কবি-সাহিত্যিক, গাতক-বয়াতী, লােককবি-গীতিকার। তাদের সৃষ্টিসম্ভারে আলােকিত মৌখিক ও লিখিত ধারার সাহিত্য সহজেই দেশের সীমা ছাড়িয়ে পৌছে গেছে আন্তর্জাতিক খ্যাতির শিখরে। লৌকিক ধারার যেসব সাহিত্য সামগ্রী এরূপ খ্যাতি বয়ে এনেছে তম্মধ্যে অন্যতম বাংলার বাউলগান। লালন পরবর্তীকালে এদেশের বিভিন্ন অঞ্চলে বাউলগানের সমৃদ্ধ ধারা লক্ষ করা যায়। নেত্রকোনা ভাটি অঞ্চলের লােকবাউলরা তাঁদের অন্যতম। তন্মধ্যে অগ্রণী শিল্পীগীতিকার ওস্তাদ রশিদ উদ্দিন। তাঁর রচিত গান মৃত্যু-উত্তীর্ণকালে তাঁকে সজীব রেখেছে। গণমাধ্যমের প্রবল উত্থান এবং একই সঙ্গে লােকগীতির তুমুল জনপ্রিয়তার দিনে একথা নিশ্চয়ই অতিরঞ্জিত নয়। তার অনেক গান সাধারণ মানুষের মুখে মুখে হলেও তাকে কেউ চেনে না। কারণ গীতিকারের সেই চিরায়ত ভাগ্য-মানুষ শিল্পীকে চেনে, গীতিকার বরাবরই আড়ালে থাকেন।