”আগুনভরা কলস” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা:
প্রকৃতির ভারসাম্য রক্ষার অন্যতম উপাদান সুর । আর এই সুর কণ্ঠে নিয়ে পথে পথে কিছু নির্লোভ মানুষ হেঁটে চলেছেন যুগ যুগ ধরেই। তাঁদের কাউকে প্রকৃতি মনে রাখে, কাউকে আড়াল করে দেয়। তবে তাঁদের সুর মিশে থাকে পথের ধুলােয়, বর্ষার জলে, পাখির বাসায় অথবা রাত্রির বাতাসে। একজন এনায়েত বাউল অথবা একজন জিলানীর কথা কেউ মনে রাখে না হয়তাে। তবে তাঁদের গান বুকে ধারণ করে জনপদে জনপথে ঘুরে বেড়ায় পবনের মতাে কেউ কেউ। কীভাবে ঘুরে বেড়ায়? কী আছে সেই সুরের ভেতর? কেনই-বা এভাবে পথে নামে তাঁরা? সে কথা আগুনভরা কলসের মধ্যে ঢাকনাবদ্ধ! খুলতে গেলে বুকে সুরের হাহাকার থাকা চাই।