“সাজঘরের সাতকাহন” বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা :
রূপচর্চা শুধু সুন্দর হওয়ার জন্যই করতে হয় না। বরং সৌন্দর্য ধরে রাখার জন্যও প্রয়ােজন পরিচর্যা। প্রাচীনকাল থেকেই নারীরা নানা উপকরণ দিয়ে তাদের সৌন্দর্যের পরিচর্যা করে আসছেন। সময়ের সঙ্গে সঙ্গে সেসব উপকরণ গ্রহণ বর্জনের পাশাপাশি উপকরণ ব্যবহারের ধরনেও চলছে নানা পরীক্ষা-নীরিক্ষা। আধুনিক রূপবিশেষজ্ঞরা রূপচর্চার পরামর্শ দেন তুক ও চুলের ধরণ অনুযায়ী, ঋতুভিত্তিক এবং সমস্যা অনুযায়ী। এ বইটিতে তুক ও চুলের পরিচর্যার পাশাপাশি আছে সাজ-সজ্জার পরামর্শও। সব বিষয়েই পরামর্শ দিয়েছেন দেশের খ্যাতনামা রূপবিশেষজ্ঞরা । লেখক তাদের পরামর্শগুলােই সহজ ভাষায় সাজিয়ে লিখেছেন। ঘরে বসে যারা রূপচর্চা করতে চান, বইটি তাদের সহায়ক হবে।