“নীল শূন্যতার মতো দিন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বদলে গেলেও যার যেটুকু পাবার সে তা পাবেই। প্রকৃতিই তাকে কোনও না কোনওভাবে ‘পাইয়ে দেবে। আমরা হয়তাে সেটা সাদা চোখে দেখতে পাই না। আমার কাছে তুমি যা ছিলে সারা জীবন তাই থাকবে। কোনও একজন মানুষ এসে বা কোনও একটা ঘটনা তােমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারবে না। তেমনি তােমার ক্ষেত্রেও তাই। এসব নিয়ে ভেবাে না। যখন যা সত্যি, যা ভবিতব্য তা সহজে মেনে নেওয়াই ভালাে