“আহমদ ছফার স্বদেশ” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
১৯৭০ সালের গােড়ার দিকে আহমদ ছফার। সম্পাদনায় সাহিত্য পত্রিকা ‘স্বদেশ প্রকাশিত হইয়াছিল। মাত্র তিন সংখ্যা প্রকাশের পর পত্রিকাটির প্রকাশনা বন্ধ হইয়া যায়। প্রায় অর্ধ-শতাব্দী পর এখানে সেই তিনটি সংখ্যা হুবহু। পুনর্মুদ্রিত হইল । পুনর্মুদ্রণ উপলক্ষে সলিমুল্লাহ খান লিখিত একপ্রস্ত পর্যালােচনাও ভূমিকাস্বরূপ মুদ্রিত। হইতেছে। এই পুনমুদ্রণের সহিত কয়েক প্রস্ত নির্দেশিকাও সংযুক্ত করা হইল।