বই পরিচিতি ‘প্রার্থনা’ কি? ইহা আট বছর পর প্রকাশিত সলিমুল্লাহ খানের নতুন বই। বিষয় একালের কয়েকজন মহাত্মা। এইসব স্মৃতি কিংবা রচনাবিচরণ ১৯৯৯ হইতে ২০১৮ সালের মধ্যে লিখিত। বিষয়গণ কেহ লেখকের পরম শিক্ষক, কেহ প্রাণের বন্ধু কি ছাত্র আর কেহ বা তাঁহার কালের সাধক। গ্রন্থভুক্ত শোকনিবন্ধগুলি নির্ভেজাল অশ্রু বিসর্জন নহে, কিছু গুরুতর প্রশ্নেরও বিস্তার। আর মুখবন্ধ জাতীয় গুটিকয় রচনা বারবার মেলিয়া দেয় লেখকের স্মৃতির ঝাঁপি। লেখক ‘আত্মকথা’ রচিতে নারাজ। ফলে তাঁহার জীবনস্মৃতির স্বাদ এই স্মৃতিমালার ঘোলেই আমাদের মিটাইতে হইবে। ‘প্রার্থনা’ জাতীয় সাহিত্য গ্রন্থমালার দ্বিতীয় খণ্ড।