অনেকেই এখন পরের ডিমে তা দেওয়া নিয়ে ব্যস্ত। এই দুর্মুল্যের বাজারে এই প্রয়াসকে হয়তাে কারাে কারাে কাছে মূল্যহীন মনে হতে পারে। তবুও সত্য ও সুন্দরের প্রত্যাশায় ৫ম যৌথ কাব্যগ্রন্থটি আপনাদের হাতে তুলে দেবার জন্য, নিরন্তর প্রচেষ্টাকে কোন ভাবেই খাটো করে দেখছি না।
এই গ্রন্থের বেশিরভাগ কবিতায় ফুটে উঠেছে। দেশপ্রেম, দুঃখ-কষ্ট, ভাললাগা-ভালবাসা, বিরহ, সমসাময়িক চিন্তা, সমস্যা, সম্ভাবনা, রাজনীতি, নষ্টালজিয়া, স্মৃতিকাতরতাসহ সমাজের নানা অসঙ্গতি।