“রঙিন মেঘের দিন” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কখনাে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অবস্থান; কখনাে সাম্রাজ্যবাদের স্বার্থে… এই নিয়েই সমসাময়িক জীবন। এত কিছুর পরও এই প্রয়াসকে হয়তাে কারাে কারাে কাছে মূল্যহীন মনে হতে পারে। তবুও সত্য ও সুন্দরের প্রত্যাশায় ‘রঙিন মেঘের দিন’ গ্রন্থমালাটি আপনাদের হাতে তুলে দেবার নিরন্তর প্রচেষ্টাকে কোন ভাবেই খাটো করে দেখবার অবকাশ নেই। এই গ্রন্থমালার জন্য আমরা ১৩০ জনের প্রায়। ৬৫০টি কবিতা পেয়েছি। এগুলির মধ্য থেকে ১০০ জনের কবিতা নিয়ে ৫টি পর্বে প্রকাশিত হলাে ‘রঙিন মেঘের দিন’।