“কাঁটাতারে ঝুলে আছে ফেলানী” বেইয়ের ফ্ল্যাপের লেখা :
দিনটি ছিল ৭ জানুয়ারী-২০১১। কুড়িগ্রামের অনন্তপুর। সীমান্তে ঘটে যায় এক বিয়ােগান্তক ও হৃদয় বিদারক ঘটনা। বাবার সাথে সীমান্ত পাড়ি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কিশােরী মেয়ে ফেলানী। তার লাশ ৫ ঘন্টা ঝুলে থাকে কাঁটাতারে। পরদিন ফেলানীর বিয়ের পিড়িতে বসার কথা ছিল। দেশ তােলপাড় করা সেই ঘটনা। অবলম্বনে গল্প কাটাতারে ঝুলে আছে ফেলানী। সীমান্ত জেলার একজন সংবাদকর্মী হিসেবে ফেলানীর ঘটনাটি খুব কাছ থেকে দেখার কারণে চেষ্টা করা হয়েছে সত্যনিষ্ঠ থাকার। এই গল্পের সাথে আরাে ৮টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে এই বইয়ে। সমাজের কূপমণ্ডুকতা, হিংসা, ধর্মান্ধতা, লােভ আর অন্ধ বিশ্বাস উপজীব্য করে লেখা গল্পের সাথে রয়েছে প্রেম ও রম্যধর্মী কথন। গত দুই দশকে বিভিন্ন সময়ে লেখা এই গল্পগুলােতে সময়ের ছাপ রয়েছে স্পষ্ট।