নাটক জীবনের ছবি। সমাজ বদলের হাতিয়ার হিসেবেও গণ্য করেন কেউ কেউ। নাটকে সমাজ বাস্তবতাকে খুব সহজেই তুলে আনা যায়। রম্য ব্যঙ্গতার ছলে তুলে আনা যায় নিগূঢ় সত্য। গ্রন্থভুক্ত নাটকগুলোতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, রাজাকারদের আস্ফালন, রাজনীতির অবক্ষয়ের সঙ্গে মূল্যবোধের চিরায়ত দ্বন্দ্ব ছাড়াও সমাজের বাস্তবতা পরখ করার চেষ্টা আছে। শতাব্দীকালের মহানায়ক বঙ্গবন্ধুর এক ভক্তকে ঘিরে বাহের দেশে বঙ্গবন্ধুর আগমন এবং ভক্তের হৃদয়ের রক্তক্ষরণকে উপজীব্য করে লেখা নাটক ‘শেখ সাহেবের ভক্ত’। আছে নব্বইয়ের দশকে শাসক দলের প্রশ্রয়ে বেড়ে ওঠা রাজাকারদের আস্ফালন নিয়ে লেখা ‘তুই রাজাকার’। গত তিন দশকে লেখা ৩টি নাটকের এই সংকলনটিতে ধরার চেষ্টা করা হয়েছে সময়কেও।