“নন্দিত নিসর্গে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নন্দিত নিসর্গ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই তরুণের স্বপ্নের জগৎ। চারপাশে অসংখ্য অনিয়ম আর প্রতিকূলতা সত্ত্বেও তারা জীবনযাপনে সন্তুষ্ট কারণ তাদের সামনে পথচলার পাথেয় হিসেবে রয়েছে একবুক স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবরূপ দিতে গিয়ে তারা কী কী বাধা পেরােচ্ছে, প্রেরণাগুলােই-বা কীভাবে আসছে তার নিখুঁত বর্ণনা রয়েছে এই উপন্যাসে। নন্দিত নিসর্গে বাস করা দুই তরুণের একজন হচ্ছে সাহিত্য। যে স্বপ্ন দেখে সাহিত্যিক হবার; আরেকজন হচ্ছে অনিক, যে স্বপ্ন দেখে বিজ্ঞানী হবার। এই উপন্যাস অনিকের সংহিতার প্রতি বেদনা আর সাহিত্যের প্রিয়াকে ঘিরে প্রেরণারও কাহিনী।