শুভ দিয়ার পাঠানাে ভিডিও ফাইলগুলাে দেখল। অবাক হতে হলাে ওকে। ইমােশন সেন্টারের পাঁচজন বিজ্ঞানী, লেডক্স এবং আরও বেশ কয়েকজন ইমােশন সায়েন্টিস্ট বিভিন্ন ছােট যানে অবস্থান করছে। যে এলিয়েনটাকে এর আগে আটক করা হয়েছিল, ওরকম বেশকিছু এলিয়েন। নৌকাগুলাে চালিয়ে নিয়ে যাচ্ছে। এর মাঝে নূর হাচের মাথার পেছনে যে রকম ন্যানােডিভাইস ছিল সে রকম ন্যানােডিভাইস সাগর শামীম হক, তন্বী আর রূপমের মাথায় দেখা যাচ্ছে। শুভ দেখল দ্বীপের দিকে যাচ্ছে ছােট যানগুলাে। শুভসহ একটা দল মহাকাশযানে ঢুকে পড়ার জন্য উদ্যোগ নিল…