উপন্যাসের প্রধান দুটি চরিত্র শুভ্র ও নীলা দম্পতি। কাজের প্রয়োজনে শুভ্রকে কয়েক মাসের জন্য দেশের এমন একটি অঞ্চলে থাকতে হয় যেখানে রাজনৈতিক পরিস্থিতি, সংস্কৃতি, শাষণ ব্যবস্থা ও সামাজিক ব্যবস্থা দেশের অন্যান্য অঞ্চলের মত নয়। শুভ্রর ফোনে হঠাৎ একদিন একটি অজানা নম্বর থেকে আসা ফোনকল কাল হয়ে দাড়ায় শ্রভ্র-নীলার দাম্পত্য জীবনে। পরস্পরের মধ্যে চলে ভুল বোঝাবুঝি। এরই মধ্যে আবার শুভ্র-নীলার জীবনে ঘটে যায় অনেক অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই বিজ্ঞানের কাছে। আরও ধীরে ধীরে শুভ্র-নীলা হয়ে ওঠে ক্ষমতাপিপাসু নোংরা রাজনীতির প্রত্যক্ষদর্শী। এই রাজনীতিরই অংশ হিসেবে পৃথিবী থেকে বিদায় নেয় শুভ্রর ঘনিষ্ঠ একজন সহকর্মী। এই মৃত্যুকে নিয়ে শুরু হয় নতুন আর এক রাজনীতি। শুধু জাতীয় রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনীতিও সোচ্চার হয়ে ওঠে এই মৃত্যুকে ঘিরে। তবে, সবকিছুকে পাশ কাটিয়ে এক সময় অফিসের নির্দেশে কয়েক বছরের জন্য দেশের বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়ে শুভ্র। এসব নিয়েই গড়ে উঠেছে পুরো উপন্যাস। উপন্যাসের পাতায় পাতায় রয়েছে অজানা অনেক তথ্য ও রহস্য। আছে বিচিত্র এক সামাজিক ব্যবস্থার সাথে পরিচিত হবার সুযোগ। সেই সাথে রয়েছে ঘুনে ধরা রাজনীতি ও সামন্ততন্ত্রের অজানা অনেক ফাঁক ফোকর।