সাতাট সাড়ে সাতটি তো অনেক দুরের কথা, এক আধটা পূর্ণ প্রেমও আমি করেছি বলে মনে পড়ছে না।প্রকাশক ভব দা’র চাপাচাপিতে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছি। ভব দ’র বক্তব্য অনুযায়ী, ‘প্রেম-ট্রেম পোলাপান খায় ভালো।আর সাড়ে সাত শব্দটার ভেতর একটা আর্ট আছে। অতএব আপনি ‘সাড়ে সাতটি প্রেমের গল্প’ নামে লেখেন।এখানেই প্রকাশকের চাওয়া পাওয়াশেষ হলেও কথা ছিলো, হলো না।লেন্জুর হিসেবে সে নামের আগে তামান্না সেতু নামটা লাগিয়ে দিলো। যেন মনে হয় এই সকল গল্প তামান্না সেতুর নিজের জীবনের গল্প। এটাও নাকি পাবলিক ভালো খাবে। এ’ বইয়ে প্রকাশিত সাড়ে সাতটি গল্পের ভেতর তিনটি গল্প আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার ছায়াবল্মবনে। সে তিনটি গল্প কোনগুলো তা পাঠকই খুঁজে বের করবেন।