মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়ারে
কান্দে হাছন রাজার মন মনিয়ারে।
কিসের জন্য এই কান্দন কালিন্দি মাসি?
আকাশের মেঘ আর বিস্তৃত হাওড়ের থৈ থৈ পানির মধ্যে নিজেকে মনে হয় নৌকার মতাে। একা। শুধু ভেসে চলেছে। যেদিকে তাকাই মনে হয়, কোথায়? কোথায় সে? কান্দন আসে। মনে হয়, এই জীবন এই সংসার-সবকিছু মায়া। কিছুই নিজের নয়। যা নিজের, যা নিজে তা ঐ অন্ধকার রাতের মধ্যে লুকিয়ে আছে। বহু দূরের মিটিমিটি তারার মতাে, উঁকি দিয়ে আবার হারিয়ে যায়। বুকের মধ্যে কান্দন জমা হয়। চারপাশের সবকিছু হয়ে ওঠে শূন্য। হাছন রাজা গানটা গাইছিলেন। হাছন গানটা গাইছিলেন আর তার মনে হচ্ছিল হারিয়ে যাওয়া চন্দ্রা তার সামনে বসে আছে। রাতের আকাশে মেঘের মধ্যে লুকিয়ে থাকা তারা হয়ে।