“অপার্থিব ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
আধিভৌতিক অলৌকিক ঘটনা ঘটে চলেছে সারা পৃথিবী জুড়ে। পরলােক কি সত্যিই আছে? আছে কি ভূতপ্রেতের অস্তিত্ব? কর্মজীবনে ব্যস্ত লেখকের প্রিয় বিষয় প্রেত ও পরলােকচর্চা। তার পরিচিত নানান মানুষের জীবনে ঘটে যাওয়া এমনই অলৌকিক ১৪টি অভিজ্ঞতা নিয়ে এই বই।