“মসনবীয়ে রূমী-৪” বইটির প্রথম অংশের লেখাঃ
পূর্বে রিয়াযত-মুজাহাদা ও সাধ্য-সাধনার প্রয়ােজন সম্পর্কে আলােচনা চলিতেছিল। কিন্তু রিয়াযত-মুজাহাদার নিয়ম-পদ্ধতি, আদব-কায়দা এবং উহার উপযুক্ত সময় ও পরিমাণ নির্ধারণ করা শায়খে কামেল পীর মুরশিদের নির্দেশ ও তাঁহার অনুকরণ অনুসরণ ব্যতিরেকে সুদূর পরাহত। এইজন্য মাওলানা রূমী (রঃ) সম্মুখের দিকে মুরশিদের গুণ গরিমা ও প্রশংসা বর্ণনা করিতেছেন।