“মসনবীয়ে রূমী-৭” বইটির প্রথম অংশ থেকে নেয়াঃ
পূর্বে এই বিষয়ের আলােচনা ছিল যে, আল্লাহ্ পাকের প্রশংসা ও গুণাবলীর বর্ণনা আমরা নিজেদের জ্ঞান-বিবেক ও আকল-বুদ্ধি মুতাবেক করিয়া থাকি, কিন্তু আল্লাহ্ পাকের মহান সত্তার তুলনায় উহা এতই তুচ্ছ, নিকৃষ্ট ও নিম্নমানের যে, উহাকে যথাযােগ্য প্রশংসা বা গুণ-গান কিছুতেই বলা চলে না। কিন্তু বান্দা যেহেতু স্বীয় জ্ঞান-বিবেক ও আকল-বুদ্ধি দ্বারা ঐ মহান সত্তার পবিত্র গুণাবলী উপলব্ধি করিতে একেবারেই অক্ষম ও অপারগ, তাই সে তার আপন শক্তি ও ক্ষমতা অনুসারে একনিষ্ঠভাবে ও আন্তরিকতা সহকারে যে শব্দ দ্বারা তাঁহার প্রশংসা করে, উহা তাহার পবিত্র সত্তার তুলনায় নামুনসেব হইলেও উহাতেই তিনি সন্তুষ্ট হন এবং গ্রহণযােগ্য না হইলেও সাদরে গ্রহণ করিয়া নেন। অধিকন্তু নেকীর অযােগ্য হইলেও বান্দার নেক নিয়্যতের কারণে উহাতেই সওয়াব দান করিয়া থাকেন। পরবর্তী ছন্দে এই বিষয়ের সমর্থনে মাওলানা রূমী (রহঃ) একটি কাহিনী বর্ণনা করিতেছেন।