বাংলাদেশে গণিত আন্দোলনের এক যুগ অতিক্রান্ত। এই অনন্যসাধারণ সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনটি পরিচালিত হচ্ছে গণিত অলিম্পিয়াডকে ঘিরে, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে। ‘ঘরােয়া’ গণিত অলিম্পিয়াডের পেছনে রয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের অনুপ্রেরণা। আন্তর্জাতিক পর্যায়ে যদিও দ্বাদশ শ্রেণিকে মানদণ্ড হিসেবে ধরে গণিত অলিম্পিয়াডের নকশা করা হয়, তবু দেশের মাটিতে গণিত অলিম্পিয়াডের মাপকাঠি আরাে ‘ছােট ক্লাস’ থেকে শুরু। তৃতীয় শ্রেণি থেকে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির এই দুরদর্শী সিদ্ধান্তের কারণ হলাে, ইমারত পােক্ত করতে হলে ভিত্তি আগে মজবুত হওয়া চাই। জ্ঞানরাজ্যের জমিনে মজবুত ভিত্তি গড়তে চাই ভালাে বই। পাঠ্যবই তাে বটেই, তবে পাঠ্যবইয়ের বাইরেও চাই অনেক অনেক বই। বাংলাদেশে গণিত আন্দোলনের ফলশ্রতিতে এখন বাজারে বাংলা ভাষায় লেখা দেশীয় গণিত বই পাওয়া যায় বহু। সব বই-ই যে মানসম্মত তা নয়, তবে গণিত প্রকাশনার মােট সংখ্যা আসলেই অবাক করার মতাে। কিন্তু এতাে এতাে বইয়ের ভিড়ে গণিতের একেবারে মৌলিক বিষয়গুলাে নিয়ে লেখা শিশুদের উপযােগী বই অত্যন্ত বিরল। তাহলে ভিত পাকা করার সেই সমস্যা তাে রয়েই গেল! প্রাথমিক ক্যাটাগরি, অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির উপযােগী, পাঠ্যবইয়ের সম্পূরক ভালাে মানের গণিত বইয়ের অভাব পূরণ করতে এই বইটি ভূমিকা রাখবে। এই বইটি পাঠ্যপুস্তকের বিকল্প নয়, বরং সম্পূরক। তবে কেউ যেন মনে না করেন যে এটি তথাকথিত কোনাে গাইড বই। এই বইটি হলাে খােলা আলাে-হাওয়ায় বেড়ে ওঠার রসদ। এরকম আরও রসদ শিশুর মানসিক বিকাশের জন্য প্রয়ােজন। রবীন্দ্রনাথের ভাষায়, “মন যখন বাড়িতে থাকে তখন তাহার চারি দিকে একটা বৃহৎ অবকাশ থাকা চাই।” সেই অবকাশের উপযােগ হিসেবে সংখ্যা ও অপারেটরের প্রাথমিক ধারণা থেকে শুরু করে ইউক্লিডীয় জ্যামিতির মৌলিক বিষয়গুলাে এই বইতে আলােচনা করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত সংখ্যক উদাহরণ ও অনুশীলনী। তৃতীয় শ্রেণির বা তদূর্ধ কোনাে শিক্ষাথী, যে নিজে নিজে পড়তে শিখেছে, এমন যে কেউ এই বইটির উদ্দিষ্ট পাঠক। যারা বইটি পড়বে তাদের মাঝেমধ্যে শিক্ষক-অভিভাবকদেরও সহায়তা প্রয়ােজন হবে। তবে অনুরােধ থাকবে যাতে তারা বইটির কোনাে সমস্যা বা অনুশীলনী পুরােটা সমাধান করে না দেন। বরং শিক্ষার্থীদেরকে নিজ থেকে ভাবতে উৎসাহিত করেন।