“শিল্পীবিজ্ঞানী লিওনার্দো দা ভিঞ্চি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
লিওনার্দো দা ভিঞ্চি এক অমর প্রতিভা। একদিকে তিনি কালজয়ী চিত্রকর- বিশ্বজয়ী ‘মােনালিসা’র স্রষ্টা, অন্যদিকে নিজ যুগের সময়কালকে অতিক্রমকারী এক স্বপ্নদ্রষ্টা বিজ্ঞানী। শিল্প ও বিজ্ঞানের ক্ষেত্রে সমভাবে বিকশিত আর বিকশিত একাধারে তত্ত্বে ও প্রয়ােগে। তিনি ছবি এঁকেছেন কম; বহু যন্ত্রের নকশা করেছেন ও প্রণালী উদ্ভাবন করেছেন। কিন্তু নির্মাণ করেছেন অল্প। উভয়। ক্ষেত্রেই তাঁর আসল হাতিয়ার চোখ বা হাত নয়, মেধা; উদ্দেশ্য বাস্তব সৃষ্টি করা, মনের অনুশীলন। সেই মননক্রিয়ার সাক্ষ্য তাঁর অজস্র হাতে লেখা খাতা। সেখানে আছে শিল্পে প্রযােজ্য বিজ্ঞানসাধনায় তার নানা চিন্তা ও অনুসন্ধানের বিবরণ, বিশেষ করে দৃষ্টি যন্ত্রবিজ্ঞান ও শারীরবৃত্তে। সেই সঙ্গে আছে। আরাে সূক্ষ্ম শিল্পচেতনার ব্যাপক প্রকাশ, নৈসর্গিক প্রকৃতি সম্বন্ধে নিবিড় অনুভূতি এবং সৌন্দর্যতত্ত্বের কিছু মৌলিক সূত্র। এই গ্রন্থে তাঁর প্রতিভার ব্যাপ্তির সেই রূপটিই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ভাষিক প্রকরণের মাধ্যমে।