“তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে” বইটির সম্পর্কে কিছু কথা:
আলকাউছারের পাতায় যারা পড়েছেন তারা নিশ্চয় জানেন, এটি আমার তুরস্কের সফরনামা নয়, বরং ইস্তাম্বুলের সফরনামা। কারণ আমি তুরস্কে যাইনি, গিয়েছি ইস্তাম্বুলে। আমার সফরের পরিধি সমগ্র তুরস্কে বিস্তৃত ছিলাে না, ছিলাে শুধু ইস্তাম্বুল পর্যন্ত। তাছাড়া আমাদের হৃদয়ের যা কিছু সম্পর্ক তা প্রত্যক্ষভাবে তুরস্কের সঙ্গে নয়, ইস্তাম্বুলের সঙ্গে, একসময় যার নাম ছিলাে কনস্টান্টিনােপল, নবুয়তের পাক যবানে যা উচ্চারিত হয়েছে ‘কুস্তুনতুনিয়্যাহ’ বলে।
বইয়ের ভেতর এই সম্পর্কেই আরো বিস্তারিত পাবেন।