“এসো আরবী শিখি-২”
প্রিয় তালিবে ইলম!
মােম যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, বছরের দিনগুলাে ঠিক যেন সেভাবে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের প্রথম পাঠ গ্রহণ করার পর প্রায় দু’মাস, অর্থাৎ ষাট দিন সময় পার হয়ে গেছে। তুমি কি তােমার জীবনের মূল্যবান দিনগুলাের সদ্ব্যবহার করছাে? এখন শুরু হচ্ছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডের পড়াগুলাে যদি ঠিকমত ইয়াদ করে থাকো তাহলে তােমার কোন চিন্তা নেই। তােমার সামনে এখন খুলে যাবে আরবী ভাষার এক নতুন দিগন্ত। বিভিন্ন ফেয়েল তাে তুমি আগেই ইয়াদ করেছে। এখন তুমি বিভিন্ন বাক্যে ফেয়েল গুলাের ব্যবহার শিখবে। ফলে এখন তােমার আরবী ভাষায় কথা বলার যােগ্যতা অনেক বিস্তৃত হবে ইনশাআল্লাহ। সুতরাং আমার পক্ষ হতে আরবী ভাষার নতুন দিগন্তে তােমাকে আহলান অসাহলান – সুস্বাগতম।