বিয়ের পরে উদয় এবং জয়িতা মধুচন্দ্রিমায় যায় প্যারিসে। সেখানে উদয়ের বন্ধু বিশ্বর বাসায় ওরা ওঠে। প্রথম দেখাতেই বিশ্ব প্রেমে পড়ে জয়িতার। এরপর ওদের ঘনিষ্ঠতা বাড়ে। জয়ীতা বিয়ের সিদ্ধান্ত নিলেও বারবার ফিরিয়ে দেয় বিশ্বকে। কিন্তু কেন জয়িতা ফিরিয়ে দেয় বিশ্বকে সেই জটিলতা নিয়েই এই উপন্যাস।