বয়সের ব্যবধান সত্বেও নাভিদ এবং জয়ের বন্ধুত্ব গড়ে ওঠে প্রতিদিন একইসাথে স্কুল থেকে বাসায় ফেরার পথে। নাভিদের কাছেই জয় শিখতে পারে কিভাবে বদ অভ্যাস ত্যাগ করা যায়। এক সময় নাভিদ অন্য স্কুলে ভর্তি হলে ওদের আর দেখা হয়ে না। কিন্তু কেউই কাউকে ভুলতে পারেনা। বন্ধুত্বের এই মধুর টানেই আবার ওদের দেখা হয় পরিণত বয়সে ভিন্ন আঙ্গিকে।