সাত বছরের দুঃসহ অপেক্ষার পর শিউলী আর জামিলের কোলজুড়ে এল আয়ান। কিন্তু ডাক্তার যখন জানালেন ‘ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবিলিটি’ নামে এক সমস্যায় আক্রান্ত আয়ান, তাদের পৃথিবীটা কেঁপে উঠেছিল। তারপর প্রতিটি দিন এসেছে নতুন চ্যালেঞ্জ নিয়ে। ধীরে ধীরে বদলে গেছে শিউলী আর জামিলের চেনা জগৎ, বদলে যেতে শুরু করেছে তারাও। … এক দেবশিশু আর তার বাবা-মা’র গল্প নীল অর্কিড। একইসঙ্গে স্বপ্নভঙ্গ আর স্বপ্নজয়ের গল্পও।