“নিশিমিয়া : মানুষখেকো” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
রহস্য, হরর কিংবা অ্যাডভেঞ্চার যারা লিখেন তাদের লেখার মধ্যে কেমন জানি একটা কাঠখােট্টা ভাব থাকে। ব্যাপারটা এমন যে কাঠখােট্টা ভাব না থাকলে এ জাতীয় গল্প ঠিক জমে না। তারচেয়েও বড় কথা এই বিষয়ে লেখকদের গভীর পড়াশােনা দরকার। বলা হয়ে থাকে হরর আর রম্য একে অপরের বিপরীত হলেও এই দুটির কাঠামাে তৈরি বেশ কঠিন। অধিকাংশ লেখক এই দুই ধারাতে তাদের সঠিক দক্ষতা দেখাতে ব্যর্থ হয়।
রাজীব চৌধুরী এসবকে ছাপিয়ে গেছেন। প্রথমত নিশিমিয়া একটি স্বতন্ত্র রহস্যময় চরিত্র। ধারাবাহিক এই চরিত্র ইতােমধ্যে পাঠকের মন ছুঁয়ে গেছে। এখানেই লেখক সার্থক। নিশিমিয়া-মানুষখেকো গত দুই পর্বের মতাে এবারাে পাঠকের মন জয় করবে। এমন প্রত্যাশা রইলাে…।