“দ্বীপকন্যা বালি” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বিশাল দেশ ইন্দোনেশিয়া, তার একটি প্রদেশ বালি। বালি যেন সুন্দরী দ্বীপকন্যা, সুনীল আকাশতলে সাগর-মহাসাগর তাকে ঘিরে আছে। চারিপাশে। অপরূপ নৈসর্গিক সৌন্দর্য আর অনন্যসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের এক সমৃদ্ধিশালী জনপদ ব্ৰালি ।এর পরতে পরতে মিশে আছে ভালাে লাগার বহু কিছু যা যে কোন আগন্তককে আকৃষ্ট করে সহজে । বর্ণে শব্দে আলােকচিত্রে সেই বালিকে কাছে থেকে দেখার মিষ্টিমধুর অনুভূতি ফুটে উঠেছে ‘দ্বীপকন্যা বালি’ শীর্ষক ভ্রমণসাহিত্যে।