“সব লজিকের বাইরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
তরুণ প্রতিশ্রুতিমান লেখক হিসাবে অভিজ্ঞান রায়চৌধুরী ইতিমধ্যেই বাংলাসাহিত্যে উল্লেখযােগ্য নাম। মূলত কিশাের সাহিত্যের একনিষ্ঠ কলমকার হিসাবে অভিজ্ঞানের প্রিয় বিষয় কল্পবিজ্ঞান, যা সববয়েসি পাঠককে চুম্বকের মতাে আকর্ষণ করে। ‘সব লজিকের বাইরে এই গল্প সংকলনে দশ-দশটি অনবদ্য কল্পবিজ্ঞানঅ্যাডভেঞ্চার ছাড়াও অভিজ্ঞান সাজিয়ে দিয়েছেন আরও ৮টি অন্য স্বাদের গল্পও, যেগুলি কোনওটা রহস্য, কোনওটা ভৌতিক বা অলৌকিক, কোনওটা আবার একান্তভাবে মানবিক। বিশিষ্ট অগ্রজ সাহিত্যিক অনীশ দেব তাই স্বতঃপ্রণােদিত হয়ে ভূমিকায় লিখেছেন, ‘ওর লেখায় একটা বিশেষ ধরনের আকর্ষণ থাকে—যেটা অভিজ্ঞানের অভিজ্ঞান, অথবা সিগনেচার। এই ‘সিগনেচার’-এর ছোঁয়া পেতে হলে ‘সব লজিকের বাইরে পড়তেই হবে।