মুক্তিযুদ্ধে নারী নির্যাতন ও গণহত্যা, আদিবাসী শােষণ-বঞ্চনা; রহস্যময়। মানবিকতা, পারিবারিক-সামাজিক সংকট ও মানবিকতা এবং পরাবাস্তবতার মিশ্রণ ঘটেছে মাহবুবা হােসেইনের গল্পের এই সম্পাদনা গ্রন্থে। লেখকদের এগারােটি গল্পে। পাঠক পাবেন সম্পূর্ণ ভিন্ন-ভিন্ন স্বাদ। কথাসাহিত্যিক সেলিনা হােসেন, মােহিত কামাল, বাদল সৈয়দের ঋদ্ধ লেখনির সঙ্গে মাহবুবা হােসেইন, আতিয়ান নাহার, মেহেদী হাসান তামিম, নাজমা পারভিনের অনবদ্য সৃজনশীলতা পাঠককে মন্ত্রমুগ্ধের মতাে আকৃষ্ট করে রাখবে এক নিমিষে বইটি পাঠ করতে। সম্পাদকের প্রয়াস সফল ও সার্থক হােক পাঠকের প্রশংসা লাভে।